আমি পরম শ্রদ্ধার সাথে স্বরণ করছি উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মরহুম ওয়ালী নেওয়াজ খান কে যিনি ১৯৮২ সালে এই কলেজ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি যথেষ্ট কৃতিত্বের সাথে অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যার অংশ হিসেবে ১৯৯৮ সালে বিভিন্ন অনুষদে স্নাতক প্রফেশনাল ও স্নাতক সম্মান কোর্স শুরুর মাধ্যমে কলেজের শিক্ষার ক্ষেত্র বিস্তৃত করা হয়েছে।বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), ১২টি বিষয়ে সম্মান কোর্স ও স্নাতক প্রফেশনাল বিচিত্র কোর্সে অধ্যয়নের সুযোগ আছে। শুধু তাই নয়, কলেজ কলেজ পরিচালান পরিষদের উদ্যেগে আগামী (২০১৬-১৭) শিক্ষাবর্ষ থেকে এমবিএ প্রফেশনাল প্রোগ্রাম জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে আরও কিছু বিষয় চালু হতে যাচ্ছে। মান সম্পন্ন শিক্ষা প্রদানে কলেজটি তার অঙ্গিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। মেধা, যোগ্যতা ও চিন্তা এ সকল বিষয় যা শিক্ষার্থী মধ্যে লুকায়িত অবস্থায় থাকে তা বের করে আনার একটি চেষ্টা সর্বদা আমাদের মধ্যে বিদ্যমান। একাডেমিক শিক্ষারি পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম যেমন স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট ইউনিট চালু আছে যার মাধ্যমে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা অর্জন করছে। কলেজটির একাডেমিক ফলাফল ভাল। কলেজের অভ্যন্তরীন শিক্ষকমন্ডলী, সম্মানিত অতিথি শিক্ষক যারা বিভিন্ন সনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আসেন ও কলেজ পরিচালনা পর্ষদ যা শিক্ষার মান বৃদ্ধিতে স্বক্রিয় অবদান রাখছে, তাদের জন্য আমরা গর্ববোধ করি। সর্বোপরি কলেজটির উত্তরোত্তর সমৃদ্ধির ক্ষেত্রে সকল মহলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি।
আমি সকলের সার্বিক মঙ্গল কামনা করি।
মোঃ ফজলুর রহমান
উপাধ্যক্ষ
ওয়ালী নেওয়াজ খান কলেজ